নবদূত রিপোর্ট:
সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে বিএনপি।
সোমবার রাতে দলের স্থায়ী কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। তিনি জানান, স্থায়ী কমিটির সভায় নির্বাচন কমিশন গঠন বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির চলমান সংলাপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ওই আলোচনা থেকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করার সিদ্ধান্ত আসে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাঁর বিদেশে চিকিৎসার দাবিতে জেলায় জেলায় সমাবেশের কর্মসূচি আগামী ১২ জানুয়ারি থেকে শুরু হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়।
যেসব জেলায় সমাবেশ হয়নি, ওই সব জেলায় ওই দিন থেকে বিস্তারিত কর্মসূচি প্রণয়নের জন্য তাঁকে দায়িত্ব দেওয়ার কথাও জানান ফখরুল।