আবহাওয়া ডেস্কঃ
দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে পূর্বাভাসে জানায় আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদফতর জানায়, সারা দেশে শৈত্যপ্রবাহ কমেছে তবে শীতের প্রকোপ কমেনি। আগামী কয়েক দিনে শীতের তীব্রতা কমতে পারে। সেই সঙ্গে রাতের তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
তিনি আরও জানান, আগামী তিন দিন দেশের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা নেই।
আজ শুক্রবার আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।