Monday, December 23, 2024
Homeজাতীয়যারা টিকা নেননি তাদের দ্রুত টিকা নেওয়ার অনুরোধ প্রধানমন্ত্রীর

যারা টিকা নেননি তাদের দ্রুত টিকা নেওয়ার অনুরোধ প্রধানমন্ত্রীর

নবদূত রিপোর্টঃ

আবার বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ছে। আমাদের এখনই সাবধান হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যারা টিকা নেননি তাদের দ্রুত টিকা নেওয়ার অনুরোধ জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাসের মহামারির কারণে এক গভীর সঙ্কটের মধ্য দিয়ে আমাদের বিগত ২০২০ এবং ২০২১ সাল অতিক্রম করতে হয়েছে। সেই সঙ্কট এখনও কাটেনি।


তিনি আরও বলেন, এখন পূর্ণোদ্যমে কোভিড-১৯ টিকাকরণের কাজ চলছে। চলতি মাস থেকে গণটিকা প্রদানের মাধ্যমে প্রতিমাসে এক কোটি মানুষকে টিকার আওতায় আনার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এখন পর্যন্ত ১২ কোটি ৯৫ লাখ ৮০ হাজার ডোজ টিকা প্রদান করা হয়েছে।

আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় সরকারপ্রধান তার ভাষণে এসব কথা বলেন।

RELATED ARTICLES

Most Popular