নবদূত রিপোর্টঃ
লালমনিরহাট সদর থানার বিশেষ অভিযানে ২৭ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
রবিবার (৯ ডিসেম্বর) রাতে সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলমের নেতৃত্বে খুনিয়াগাছ ইউনিয়নের হরিন চওড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় একটি মটর সাইকেল জব্দ করা হয়।
আটককৃতরা হলো হরিন চওড়া এলাকার মহুবরের ছেলে আকমল হোসেন৷ (৩৫), রংপুরের হারাগাছ থানার আরাজি বীরচরণ খামার গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (৪৮) ও রংপুরের কোতয়ালী থানার আরপিএমপি এলাকার মোতাহার হোসেনের ছেলে আকিব হোসেন(৩১)।
হরিন চওড়া এলাকার নুরনবী বলেন, লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম রানা নিজে দূর্গম এলাকায় এসে চিহ্নিত মাদক ব্যবসায়ী আকমল হোসেনকে গ্রেফতার করায় আমরা খুশি হয়েছি।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি শাহ আলম সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট থানা হতে ৪৫ কিলোমিটার (তিস্তা নদীর ওপারে) দূরে হরিন চওড়া নামক স্থানে চিহ্নিত মাদক ব্যবসায়ী আকমল হোসেনের বাড়ী সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।মাদক ব্যবসায়ী আকমলের নামে আরো একটি মামলার ওয়ারেন্ট রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে কোর্টে পাঠানো হবে।