আবহাওয়া ডেস্কঃ
আহাওয়ার পূর্বাভাস জানা যায়, আগামী দুই-একদিনের দিনের মধ্যে বয়ে যেতে পারে মৃদু শৈত্যপ্রবাহ, থাকতে পারে ঘন কুয়াশা।
পৌষের কনকনে শীত আর সারাদিনের থেমে থেমে হওয়া বৃষ্টিতে কাবু হয়ে পড়েছে উত্তর অঞ্চলের মানুষ। ঘন কুয়াশা আর আকাশ মেঘাচ্ছন্ন থাকায় গত ২ দিনে প্রায় সারাদিনই দেখা মেলেনি সূর্যের।
এদিকে, শীতে শ্রমজীবী মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। শীতজনিত নানান রোগে আক্রান্ত হয়ে পড়ছে বয়স্ক ও শিশুরা। তাপমাত্রার পারদ ওঠানামা করছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে।