Tuesday, December 24, 2024
Homeরাজনীতিঢাবি ছাত্রলীগের হল সম্মেলন ৩০ জানুয়ারি

ঢাবি ছাত্রলীগের হল সম্মেলন ৩০ জানুয়ারি

নবদূত রিপোর্ট:

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের ১৮টি আবাসিক হল শাখার সম্মেলন আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

শনিবার (১৫ জানুয়ারি) রাত ১১টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হল শাখা ছাত্রলীগের ‘সমন্বিত হল সম্মেলন ২০২১’ আগামী ৩০/০১/২০২২ তারিখ রোজ রবিবার অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে সনজিত চন্দ্র দাস বলেন, আমরা সকল ধরনের প্রস্তুতি শেষ করে রেখেছি। ৩০ জানুয়ারিতে হল সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এবং ঐ দিনেই হল সম্মেলন হবে।
করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় রেখে শুধুমাত্র প্রার্থীদের অংশগ্রহণে স্বাস্থ্যবিধি মেনেই হবে হল সম্মেলন।

তবে এর আগেও হল শাখা ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয় গত বছরের ২৮ নভেম্বর। ছাত্রলীগের শীর্ষ নেতাদের বিদেশ সফরের আগে এই তারিখ নির্ধারণ করা হলেও দেশে ফেরার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্ৰ দাস অসুস্থ থাকায় সম্মেলন করতে পারেনি সংগঠনটি।

সর্বশেষ গত ২০১৬ সালের ২৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এবং ১৮ হল শাখার কমিটি হয় ২০১৬ সালের ১৩ ডিসেম্বর। এক বছর মেয়াদি এই কমিটি ২০১৭ সালের ডিসেম্বরে শেষ হয়ে চার বছর পেরোলেও হয়নি নতুন কমিটি।

RELATED ARTICLES

Most Popular