Friday, December 27, 2024
Homeজাতীয়১০০ কেন্দ্রের ফল : আইভী ৮২৩২৬, তৈমূর ৪৯২৩১

১০০ কেন্দ্রের ফল : আইভী ৮২৩২৬, তৈমূর ৪৯২৩১

নবদূত রিপোর্ট:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে চলছে ভোট গণনা। পুরো সিটির নির্বাচন এবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হয়েছে। 

রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা বিকেল চারটা পর্যন্ত চলে ভোটগ্রহণ। নির্বাচনে ১৯২টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে।

এখন পর্যন্ত ১০০টি কেন্দ্রের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী নৌকা প্রতীকে আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ৮২ হাজার ৩২৬ ভোট। প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার হাতি প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ২৩১ ভোট। তবে বেসরকারিভাবে কোনো ফল ঘোষণা করা হয়নি।

RELATED ARTICLES

Most Popular