Friday, December 27, 2024
Homeআন্তর্জাতিকইউক্রেন সীমান্তে লক্ষাধিক সৈন্য মোতায়েন করেছে রাশিয়া

ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সৈন্য মোতায়েন করেছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ

ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সৈন্য মোতায়েন করেছে রাশিয়া। তারা যেকোনো সময় ইউক্রেন আক্রমণ করে বসতে পারে এমন আশঙ্কা থেকেই ব্রিটেন শর্ট রেঞ্জ অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়।

ইউক্রেনের আত্মরক্ষার সুবিধার্থে দেশটিতে সেনাদের প্রশিক্ষণ দিতে সেখানে অল্প সংখ্যক ব্রিটিশ সেনাও পাঠানো হবে। 

আজ মঙ্গলবার একথা জানিয়েছেন ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস। সোমবার প্রথম দফায় বেশ কিছু অস্ত্র সেখানে পাঠানো হয়েছে বলে জানান তিনি।    

তবে এসব অস্ত্র কেবলমাত্র আত্মরক্ষার উদ্দেশ্যেই ব্যবহার করা হবে, আক্রমণের উদ্দেশ্যে নয় বলেও জানিয়েছেন তিনি। 

RELATED ARTICLES

Most Popular