Tuesday, January 28, 2025
HomeUncategorizedশাবিপ্রবি শিক্ষার্থীদের আন্দোলনে সিলেট মহানগর বিএনপির সংহতি

শাবিপ্রবি শিক্ষার্থীদের আন্দোলনে সিলেট মহানগর বিএনপির সংহতি

নবদূত রিপোর্ট:

উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চলমান এক দফা আন্দোলনে সংহতি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিলেট মহানগর শাখা।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট মহানগর বিএনপির একটি প্রতিনিধি দল উপাচার্যের বাসভবনের সামনে অনশনরতদের সঙ্গে সংহতি জানিয়ে তাদের সার্বিক খোঁজ-খবর নেন।

কর্মসূচিতে সংহতি জানিয়ে মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালি বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে না নিয়ে প্রশাসন যেভাবে ক্ষমতাসীন ছাত্র সংগঠন ও পুলিশ দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করেছে তা নিন্দনীয়। এ ছাড়া ভিসির এভাবে চেয়ার দখল করে বসে থাকাও নিন্দনীয়। 

RELATED ARTICLES

Most Popular