Saturday, November 23, 2024

দুঃসহ সময়

বিলাল মাহিনী

সময় শুন্যতায় ডুবে যায়
সময় শুষ্কতায় মিলে ধায়
শুভ্রতায় মিলায় কেশ
কারো শ্মশ্রু দেখায় বেশ!
কেউ ঘরহীন কেউবা বর হীন
হিম বায়ু ছুঁয়ে যায় অস্থিমজ্জা
কারো উঠোনটাও নিজের হয় না।

শহর গ্রামে মানুষ নামের ধোঁকা
নিরুপায় অসহায় থেকে যায় বোকা!
ভালবাসবার মানুষ জোটে না তাই –
নির্ঘুম পলক।

এমন থাকে কি কেউ?
সারা জীবন পাখি আর আকাশ দেখে
অরণ্য দেখে
সমুদ্র ও শূন্যতা দেখে দেখে বয়স বাড়ায়!

পৃথিবীর বয়স বাড়ছে, বাড়ছে তার কূটকৌশল, বাড়ছে চুরি-ছিনতাই
বাড়ছে নিত্যপণ্যের দাম
শুধু কমছে মানুষের মান!

বাড়ছে গুতাগুতি কিলাকিলি
একাকিত্বের পথে হাঁটছে ধরণী।

RELATED ARTICLES

Most Popular