Thursday, November 14, 2024
Homeভ্রমণসেন্টিমার্টিনে প্রতিদিনই ভিড় করছেন ভ্রমণপিপাসুরা, মানছে না নিষেধাজ্ঞা

সেন্টিমার্টিনে প্রতিদিনই ভিড় করছেন ভ্রমণপিপাসুরা, মানছে না নিষেধাজ্ঞা

নবদূত রিপোর্টঃ

সেন্টিমার্টিনে প্রতিদিনই ভিড় করছেন ভ্রমণপিপাসুরা। আর নিষেধাজ্ঞা মানাতে যাদের উপর দায়িত্ব অর্পণ করা হয়েছে তাদের দেখা নেই স্পটে।

সমুদ্র দূষণ ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপে পর্যটকসহ যেকোনো মানুষের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা সাইনবোর্ড টাঙিয়েছে পরিবেশ অধিদপ্তর। কিন্তু মানছে না কেউই। পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর প্লাস্টিকও ফেলা হচ্ছে। শুধু তাই নয়, ছেঁড়াদ্বীপের প্রবেশমুখেই বসানো হয়েছে অস্থায়ী দোকানপাট


সেন্টমার্টিকে ঘুরতে আসা এক পর্যটক বলেন, আমরা আসলে দিন দিন অসচেতন হয়ে পড়ছি। সাইনবোর্ড টাঙানোর পরেও যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলছি। আসলে এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। আমরা এই অভ্যাস থেকে এখনো বের হতে পারছি না। এরকম ভুল আমিও অনেকবার করে ফেলেছি। তবে আমাদের আস্তে আস্তে সচেতন হওয়া উচিৎ।

RELATED ARTICLES

Most Popular