নবদূত রিপোর্টঃ
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এই সৈকতে দাঁড়িয়ে বছরের শেষ সূর্যাস্তকে বিদায় জানাতে প্রতিবছর ছুটে আসেন হাজারো পর্যটক। তাই সাড়ে ৪ শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্টকে সাজানো হয় নতুন সাজে।
সম্প্রতি নেতিবাচক কিছু ঘটনা ঘটেছে সৈকতের এ শহরে। যার কারণে পর্যটক সঙ্কটের শঙ্কা করেছিল অনেকে। কিন্তু তা হচ্ছে না। এবারও সৈকত শহরে ছুটে আসছে পর্যটকরা।
তবে থার্টি ফার্স্ট নাইটে সরকারি নির্দেশনার কারণে সৈকতে উন্মুক্ত স্থানে নেই কোনো আয়োজন। তারপরও সাড়ে ৪ শতাধিক হোটেল, মোটেল, রিসোর্টে বুকিং হয়েছে আশানুরূপ।
আর পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক মাঠে থাকছে ২০৮ জন ট্যুরিস্ট পুলিশ। আগতদের পর্যটন সুবিধা নিশ্চিতের জন্য ৭ দফা বিশেষ উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।