Friday, November 15, 2024
Homeআবহাওয়াআগামী আরও দু-তিন দিন মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে

আগামী আরও দু-তিন দিন মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে

নবদূত রিপোর্টঃ


আগামী আরও দু-তিন দিন মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস রয়েছে। উত্তুরে হিমেল হাওয়ার গতিবেগ বেড়ে যাওয়ায় আকাশে মেঘ নেই। ভোরের দিকে একটু হালকা কুয়াশা পড়লেও সকাল হতে না হতেই রোদের দেখা মিলেছে। তারপরও ঠান্ডা অনুভূত হচ্ছে বেশি।

কুড়িগ্রামে হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে রাজারহাট কৃষি ও সিনপটিক আবহাওয়া পর্যবেক্ষণাগার।


রাজারহাট কৃষি ও সিনপটিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

গত ২৪ ঘণ্টার ব্যবধানে সেই সর্বনিম্ন তাপমাত্রা প্রায় অর্ধেক কমে শুক্রবার সকাল ৯টায় ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।

RELATED ARTICLES

Most Popular