Saturday, September 21, 2024
Homeঅপরাধকুমিল্লায় বীর প্রতীক কর্ণেল সফিকউল্লাহ সড়কের নামফলক ভাংচুর

কুমিল্লায় বীর প্রতীক কর্ণেল সফিকউল্লাহ সড়কের নামফলক ভাংচুর

কুমিল্লা: কুমিল্লার চান্দিনা উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন এলাকায় বীরপ্রতীক কর্ণেল সফিকউল্লাহর নামে সড়কের নামফলক ভাঙ্গচুর করেছে দুর্বিত্তরা।

সোমবার রাত ১০টার দিকে মাধাইয়া বাজার সংলগ্ন মহাসড়কে এ ঘটনাটি ঘটে।

চান্দিনা উপজেলার বীরপ্রতীক খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা কর্ণেল সফিকউল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন। অত্যন্ত বীরত্বের সাথে পাক-হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে দেশকে শত্রুমুক্ত করেন।

তাঁর এই মহান মুক্তিযুদ্ধের অবদানের স্বীকৃতিস্বরুপ বীরপ্রতীক খেতাব দেওয়া হয় এবং বর্তমান সরকার তার জন্ম স্থান কুমিল্লার চান্দিনার মাধাইয়া হতে চাঁদপুরের রহিমা নগর পর্যন্ত সড়কটি তাঁহার নামে নামকরণ করা হয়।

বীরপ্রতীক কর্ণেল শফিক উল্লাহর পরিবারের পক্ষ হতে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এই ধরনের ন্যাকারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।

RELATED ARTICLES

Most Popular