Monday, December 23, 2024
Homeজাতীয়দেশকে বদলে দিয়েছি, আশা করি জনগণ আমাদের ভোট দেবে

দেশকে বদলে দিয়েছি, আশা করি জনগণ আমাদের ভোট দেবে

নবদূত রিপোর্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে; জনগণের ওপর আমাদের আস্থা আছে। আশা করি, আগামী নির্বাচনে জনগণ আমাদের ভোট দেবে। কারণ, দেশকে আমরা বদলে দিয়েছি।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে এবং জনগণের ওপর আমাদের আস্থা আছে।

তিনি বলেন, করোনা সংকটে নানা ধরনের প্রণোদনা প্যাকেজ দিয়ে দেশের অর্থনীতিকে আমরা স্থিতিশীল রেখেছি। বর্তমানে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.৯৪ শতাংশ এবং মাথাপিছু আয় ২ হাজার ৫৯১ মার্কিন ডলার।

প্রধানমন্ত্রী বলেন, আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আজকে আমরা ক্ষমতায় বলে মানুষের জীবনমানের উন্নয়ন হয়েছে।

RELATED ARTICLES

Most Popular