Friday, November 15, 2024
Homeরাজনীতিআন্দোলনের পাশাপাশি নির্বাচন কমিশন গঠনেও মনোযোগী হওয়া উচিত বিএনপির

আন্দোলনের পাশাপাশি নির্বাচন কমিশন গঠনেও মনোযোগী হওয়া উচিত বিএনপির

নবদূত রিপোর্ট:

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বিএনপিকে আবারও সংলাপে ডাকতে সার্চ কমিটিকে প্রস্তাব দিয়েছি। আমি মনে করি, নির্বাচন কমিশন গঠনে বিএনপিরও ভূমিকা রাখা উচিত।

তিনি বলেন, তাদেরও সার্চ কমিটির কাছে নির্বাচন কমিশনের জন্য নাম পাঠানো উচিত। বিএনপির সরকার হটানোর আন্দোলনের পাশাপাশি নির্বাচন কমিশন গঠনেও মনোযোগী হওয়া উচিত।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে সার্চ কমিটির চলমান বৈঠকের দ্বিতীয় সভা শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন জাফরুল্লাহ চৌধুরী।

এসময় নির্বাচন কমিশনে সৎ ও নির্লোভ মানুষ না আসলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেন তিনি।

RELATED ARTICLES

Most Popular