Friday, December 27, 2024
Homeশিক্ষাঙ্গনড. এম এ ওয়াজেদ মিয়ার সমাধিতে বেরোবির নবনিযুক্ত রেজিস্ট্রারের শ্রদ্ধা

ড. এম এ ওয়াজেদ মিয়ার সমাধিতে বেরোবির নবনিযুক্ত রেজিস্ট্রারের শ্রদ্ধা

শিক্ষা ডেস্কঃ

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের নবনিযুক্ত রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের নবনিযুক্ত পরিচালক মোঃ ওসমান গনি তালুকদার।

আজ শনিবার (১২ ফেব্রুয়ারি, ২০২২) সকালে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ফতেহপুরে ড. ওয়াজেদ মিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান। তাঁরা বিশিষ্ট এই পরমাণু বিজ্ঞানীর বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া-মোনাজাত করেন।

এসময় পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ কে এম ছায়াদত হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

Most Popular