Wednesday, December 25, 2024
Homeজাতীয়আজ বিকেল ৩টায় অমর একুশে বইমেলার উদ্বোধন

আজ বিকেল ৩টায় অমর একুশে বইমেলার উদ্বোধন

নবদূত রিপোর্টঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে ফেব্রুয়ারির ১৫ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত মেলা হবে। এর মধ্যে করোনা পরিস্থিতির উন্নতি হলে মেলার মেয়াদ বাড়তে পারে। এখন দুই সপ্তাহের জন্য মেলা হচ্ছে। প্রকাশকদের কাছ থেকেও স্টল বরাদ্দের ভাড়া অর্ধেক নেওয়া হয়েছে। সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এসব তথ্য জানান।

করোনার নতুর ধরনের প্রভাবে পিছিয়ে যাওয়া অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আজ মঙ্গলবার। বিকেল ৩টায় মেলা ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মেলা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ জানান, এবার মেলার মূল প্রতিপাদ্য ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী।’ উদ্বোধনী অনুষ্ঠানে ২০২১ সালের বাংলা একাডেমি পুরস্কার প্রদান করা হবে।

RELATED ARTICLES

Most Popular