আন্তর্জাতিক ডেস্কঃ
বাংলাদেশিদের অত্যাবশ্যকীয় না হলে ইউক্রেন ভ্রমণ পরিহার করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশিরা তাদের অবস্থানের তথ্য দূতাবাসকে অবহিত রাখার জন্য অনুরোধ করা হলো, যাতে করে জরুরি প্রয়োজনে দূতাবাস তাদের সাথে যোগাযোগ করতে পারে। বাংলাদেশি দূতাবাস নামের ফেসবুক পেজ থেকে এই বার্তাটি দেওয়া হয়েছে।
পাশাপাশি প্রতিবেশী রাশিয়ার সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে ইউক্রেনে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অবিলম্বে দেশটি ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার পোল্যান্ডের ওয়ারশতে বাংলাদেশ দূতাবাস বলছে, প্রবাসীরা অন্য কোনো দেশে যেতে না পারলে তারা বাংলাদেশে ফিরতে পারবেন।