Wednesday, December 25, 2024
Homeদূর পরবাসবাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর ১০ দফা দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর ১০ দফা দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান

সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রায় ১কোটি ২০ লাখের অধিক প্রবাসীদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর ১০ দফা দাবী সম্বলিত স্মারকলিপি বাংলাদেশ দূতাবাস, বাহরাইনে প্রদান করেছে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, বাহরাইন শাখার ৪ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে ছিলেন মোহাঃ আনোয়ার হোসেন (প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান বিষয়ক সহ- সম্পাদক, কেন্দ্রীয় কমিটি),
মোঃ মিলন (সিনিয়র সহ-সভাপতি, বাহরাইন ),
মোঃ শরীফ হোসেন (সাংগঠনিক সম্পাদক,
বাহরাইন ),
মোঃ আজিবুর রহমান (প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, বাহরাইন )

তাছাড়াও তারা ১০ দফা দাবী সম্বলিত টেবিল ক্যালেন্ডার দূতাবাসে প্রদান করেন।

এখানে উল্লেখ্য যে প্রবাসীদের ১০ দফা দাবী নিয়ে দেশে দেশে কাজ করে যাচ্ছে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ।

১০ দফা দাবি সমূহঃ
১/ প্রবাসে মারা যাওয়া সকল বাংলাদেশী নাগরিকদের মৃতদেহ রাষ্ট্রীয় খরচে দেশে নিতে হবে।
২/ প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র ও ভোটাধিকার চাই।
৩/ বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ চাই।
৪/ প্রবাসীদের জন্য যুগপোযোগী দ্বৈত নাগরিকত্ব আইন ও পেনশন সুবিধা চাই।
৫/ পাসপোর্ট সংশোধনের সুযোগসহ দালালমু্ক্ত পাসপোর্ট ও দূতাবাস সেবা চাই।
৬/ প্রবাসী সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন চাই।
৭/ জাতীয় বাজেটে প্রবাসীদের জন্য বিশেষ বরাদ্দ চাই।
৮/ বিদেশে কাগজপত্র বিহীন প্রবাসীদের বৈধকরণে সরকারের সহযোগিতা চাই।
৯/ বিদেশে প্রবাসীদের জন্য পর্যাপ্ত বাংলাদেশী দূতাবাস ও শ্রম কল্যাণ উইং চাই।
১০/ অভিবাসন ব্যয় ১ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ ও প্রবাস ফেরতদের কর্মসংস্থান, সুদমুক্ত পর্যাপ্ত ঋণ সুবিধা চাই।

RELATED ARTICLES

Most Popular