Wednesday, December 25, 2024

বাসন্তী

বিলাল মাহিনী

পলাশ-শিমুল রঙ মেখেছে
রক্ত ফুলে ফুলে,
আলতা পায়ে ময়না পাখি
হাঁটছে দুলে দুলে।

শীতের শেষে পাখপাখালি
হাঁফটা ছেড়ে বাঁচে,
কালো চুলের খোঁপাতে ফুল
দখিন বায়ে নাচে।

রঙ বিলাসী বাসন্তী সাজ
এলো ভুবন মাঝে,
নুপুর বাজে কোন সুদূরে
ভেঙে বাধা লাজে!

তোমায় দেখি লাল সবুজে
ব্যাকুল বিভোর প্রাণে
বাসন্তী রঙ ছড়ায় আঁচল
মিষ্টি ফুলের ঘ্রাণে।

ব্যাকুল চোখের আকাশ হবো
তোমার ভুবন জুড়ে,
খাঁটি সোনার গয়না হবো
চৈতী রোদে পুড়ে।

RELATED ARTICLES

Most Popular