নবদূত রিপোর্ট:
তৃতীয় দিনে জমে উঠেছে বাঙালির প্রাণের অমর একুশে বইমেলা। বুধবারের তুলনায় গতকাল দর্শনার্থীদের সংখ্যা ছিলো চোখে পড়ার মতো। তবে তৃতীয় দিনেও শেষ হয়নি স্টল নির্মাণের কাজ।
আয়োজক ও বিক্রেতারা জানিয়েছেন, এক সপ্তাহ পর বইমেলায় আরো পরিবর্তন আসবে। মেলায় পাঠকদের সংখ্যা বাড়বে। বই বিক্রিও বেশি হবে। বাংলা একাডেমি তথ্য কেন্দ্রের তথ্য অনুযায়ী গতকাল বৃহস্পতিবার নতুন বই এসেছে ৪১টি।
বৃহস্পতিবার, বিকেলে মেলা প্রাঙ্গণে সরেজমিনে গিয়ে দেখা যায়, বেশিরভাগ স্টলেই বিক্রেতারা ব্যস্ত সময় পার করছে। ক্রেতাদের উপস্থিতিও ছিলো সন্তোষজনক। তবে এখনও মেলার অনেক স্টল ও প্যাভিলিয়নের অনেক কাজ বাকী। রং করা হচ্ছে অনেক স্টলে, আবার কোথাও লাগানো হচ্ছে স্টলের ছাদ বা নামফলক।জোর হাতে চলছে নির্মাণ কাজ শেষ করার চেষ্টা।
মেলায় পাঠক, প্রকাশক ও স্টলে কর্মরত কর্মচারীরা স্বাস্থ্যবিধি মানছেন না বলে অভিযোগ অনেকের।
বাংলা একাডেমি তথ্য কেন্দ্রের তথ্য অনুযায়ী মেলার তৃতীয় দিন (বৃহস্পতিবার) নতুন বই এসেছে ৪১টি। এখন পর্যন্ত সর্বমোট নতুন বই এসেছে ৫৯টি।