Monday, December 23, 2024
Homeমতামতহঠাও মাফিয়া বাঁচাও দেশ ভিপি নুরের আহ্বান

হঠাও মাফিয়া বাঁচাও দেশ ভিপি নুরের আহ্বান

 

প্রেসক্লাবে ছাত্রদলের কর্মসূচিতে পুলিশ ও ছাত্রদলের নেতা-কর্মীদের সংঘর্ষে বাঁশ হাতে যুবকের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ছবিতে দেখা যায়, বাঁশ নিয়ে ঐ যুবক পুলিশের দিকে তেড়ে যান। ছবিটা ডাকসু ভিপি নুরুলহক নুর তার পেজে শেয়ার দিয়ে লিখেছেন,  হঠাও মাফিয়া বাঁচাও দেশ! তার স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো,

‘ যৌবনের ধর্ম অন্যায়ের সাথে আপোষ না করা,যৌবনের ধর্ম অন্যায়কে রুখে দাঁড়ানো।ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে পেটোয়া বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিনা ভোটের এই ফ্যাসিবাদী সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে পুলিশ এবং জনগনকে আজ মুখোমুখি দাঁড় করিয়েছে, সংঘর্ষ লিপ্ত করছে। জেগে ওঠো বাংলাদেশ। হঠাও মাফিয়া বাঁচাও দেশ। ‘

RELATED ARTICLES

Most Popular