Friday, December 27, 2024
Homeআন্তর্জাতিককেউ ইউক্রেনকে দখল করতে চায় না: রুশ পররাষ্ট্রমন্ত্রী

কেউ ইউক্রেনকে দখল করতে চায় না: রুশ পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ

কেউ ইউক্রেনকে দখল করতে চায় না বলেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। পুতিনের অভিযানের লক্ষ্য প্রকাশ্যে ঘোষণা করা হয়েছে নিরস্ত্রীকরণ করা ও নাৎসিমুক্ত করা।

তিনি আরও বলেছেন, ইউক্রেনের সামরিক বাহিনী যদি আত্মসমর্পণ করে, তবে মস্কো আলোচনার জন্য প্রস্তুত। নিপীড়ন থেকে দেশটিকে মুক্তি দিতেই অভিযান চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

আজ শুক্রবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ইউক্রেনকে নাৎসিমুক্ত, নিপীড়নমুক্ত ও নিরস্ত্রীকরণ করতে বিশেষ সামরিক অভিযান পরিচালনা করা হচ্ছে। পরবর্তী সময়ে ইউক্রেনের নাগরিকেরা নিজেরাই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবেন।

RELATED ARTICLES

Most Popular