Friday, December 27, 2024
Homeসারাদেশআড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় ২শিশু নিহত, গুরুতর আহত ২

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় ২শিশু নিহত, গুরুতর আহত ২

নবদূত রিপোর্টঃ

আশ্রমে যাওয়ার পথে আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ২জন। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-আড়াইহাজার সড়কের লেঙ্গুরদী উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আড়াইহাজার উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের মনোহরদী গ্রামের সুমন বর্ধন হোন্ডা দিয়ে তার বাবা কার্তিক বর্ধণ, মেয়ে বৃষ্টি বর্ধণ ও ভাই সুজনের মেয়ে ইরছা রানী বর্ধণকে নিয়ে সোনারগাঁয়ের বারোদী আশ্রমে যাচ্ছিল। ঘটনার সময় লেঙ্গুরদী পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান হোন্ডাটি চাপা দিলে ঘটনাস্থলেই ইরছা রানী (৭) মারা যায়। এই সময় স্থানীয়রা সুমন, কার্তিক ও বৃষ্টিকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃষ্টিকে (৫) মৃত ঘোষণা করেন। আহত সুমন ও তার বাবা কার্তিকে আশংকা জনক ভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, নিহত শিশু ২টির মরদেহ পরিবার নিয়ে গেছে। পুলিশ গাড়িটি আটক করলেও চালক পালিয়ে যায়। চালকে আটক করার অভিযান অব্যহত আছে।

RELATED ARTICLES

Most Popular