Sunday, December 29, 2024
Homeজাতীয়ভারতের অনুগত রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ: জাফরুল্লাহ

ভারতের অনুগত রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ: জাফরুল্লাহ

নবদূত রিপোর্ট:

বাংলাদেশ ভারতের অনুগত রাষ্ট্রে পরিণত হয়েছে মন্তব্য করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, পাঁচ হাজার টন পাটবীজ আমদানি করছি ভারত থেকে। আমরা পাটের দেশ অথচ পাটের বীজ আমদানি করছি, এর থেকে দুর্ভাগ্য আর কী হতে পারে?

বুধবার (২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক কুদস সপ্তাহ উপলক্ষে কুদস গ্লোবাল উইক বাংলাদেশ আয়োজিত ‘জেরুজালেমের বুকে ইসরায়েলি সন্ত্রাস: বিশ্ব মানবতার দায়বদ্ধতা’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আপনি ভারতের এই আধিপত্যবাদকে চিনতে শেখেন।কাশ্মীরকে সমর্থন দেন, কাশ্মীরের জনগণের মুক্তির জন্য সমর্থন দেন। শুধু একটি অ্যাম্বাসি নয়, ফিলিস্তিনিদের সব ধরনের সাহায্য-সহযোগিতা করুন, আমরা আপনার সঙ্গে থাকবো।

ড. জাফরুল্লাহ বলেন, রোহিঙ্গাদের জন্য সারাদেশে যে আওয়াজ ওঠার কথা তা ওঠেনি। এজন্য দুর্ভাগ্যবশত আমাদের প্রধানমন্ত্রী দায়ী। কেননা উনি এদের বললেন, ১৮ কোটি মানুষকে যদি খাবার দিতে পারি তাহলে এই ১২ লাখকেও খাবার দিতে পারবো। কিন্তু খাবার দিতে পারলেও আগে তাদের অধিকার প্রতিষ্ঠার করতে হবে।

RELATED ARTICLES

Most Popular