নবদূত রিপোর্ট:
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশে প্রয়োজনের তুলনায় অনেক বেশি পণ্য মজুত রয়েছে, কোনো পণ্যের ঘাটতি নেই। রমজানে কোনো অসাধু ব্যবসায়ীকে সুযোগ নিতে দেওয়া হবে না। কৃত্রিম উপায়ে পণ্যের সংকট সৃষ্টি করে মূল্য বৃদ্ধি করার চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (২ মার্চ) সচিবালয়ে এক সভা শেষে তিনি এ কথা বলেন। পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ, আমদানি ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, আমরা শুনেছি তেলের বোতলের গায়ে যে দাম লেখা থাকে বোতল থেকে খুলে বিক্রি করলে সে দামের কোনো বালাই থাকে না। এসব কথা শোনার পর আজ ডিজিএফআই, পুলিশ, এনএসআই, ভোক্তা অধিকার, প্রতিযোগিতা কমিশন- সবাইকে বলেছি, ইউ টেক ইউর অ্যাকশন।