Monday, November 11, 2024
Homeরাজনীতিগণসংহতির নিত্যপণ্যের দাম কমানোর বিক্ষোভে পুলিশের বাধা

গণসংহতির নিত্যপণ্যের দাম কমানোর বিক্ষোভে পুলিশের বাধা

নবদূত রিপোর্ট:

ভোজ্যতেল, গ্যাস, পানি, বিদ্যুৎ ও সিলিন্ডার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির তৎপরতা রুখে দেওয়ার আহ্বানে গণসংহতি আন্দোলন আয়োজিত বিক্ষোভ সমাবেশে পুলিশ বাধা দেওয়ার পর হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। সমাবেশ থেকে বক্তারা জানান, গণপ্রতিরোধে সরকারি পৃষ্ঠপোষকতার সিন্ডিকেট ভেঙে ফেলা হবে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘মানুষ বিক্ষুব্ধ, রাজপথে নামবে। তেলের দাম এক বছরের মাথায় দ্বিগুন হয়ে গেল। সরকারের অপেক্ষা না করে ব্যবসায়ীরা ইচ্ছামতো জিনিসপত্রের দাম বাড়াচ্ছে কারণ তারা জানে সরকার তাদের সঙ্গেই আছে।

বাণিজ্যমন্ত্রী বলেছেন, সিন্ডিকেট সব নিয়ন্ত্রণ করে। সিন্ডিকেটই যদি সব করে তাহলে সরকারের কাজ কি? সিন্ডিকেট কিছু করে না। সিন্ডিকেটকে সরকারই নিয়ন্ত্রণ করে। সরকার সিন্ডিকেটের মাধ্যমে জনগণের পকেট কাটছে।’

RELATED ARTICLES

Most Popular