নবদূত রিপোর্ট:
দেশে আর দ্রব্যমূল্য বৃদ্ধি করতে দেয়া হবে বলে হুশিয়ারি করেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর।
শুক্রবার (০৪ মার্চ) দ্রব্যমূল্য কমানোসহ তিন দফা দাবিতে গণ অধিকার পরিষদের আয়োজিত সমাবেশ থেকে তিনি এ হুশিয়ারি করেন।
এর আগে এদিন শহীদ মিনারে যাওয়ার সময় শাহবাগে পুলিশের বাধার মুখে পড়লে সেখান থেকে বিক্ষোভ মিছিলটি জাতীয় প্রেসক্লাব, পল্টন, গুলিস্তান পর্যন্ত যায়। এরপর গুলিস্তান থেকে ফের পল্টন, বিজয়নগর হয়ে কাকরাইল মোড়ে সড়কের ওপর বসে পড়ে নেতা কর্মীরা।
নুরুল হক নুর বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে দেশে এখন নীরব দুর্ভিক্ষ চলছে। এ দুর্ভিক্ষ ঠেকাতে আমরা জনগণের অধিকার আদায়ে শহীদ মিনারে একটি শান্তিপূর্ণ সমাবেশ করতে চেয়েছিলাম। কিন্তু সমাবেশ স্থলে যাওয়ার আগেই শাহবাগে পুলিশ আমাদের উপর হামলা করে