Thursday, December 26, 2024
Homeরাজনীতিজরুরি সংবাদ সম্মেলন ডেকেছে গণ অধিকার পরিষদ

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে গণ অধিকার পরিষদ

নবদূত রিপোর্ট:

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে গণঅধিকার পরিষদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলা-গ্রেপ্তার ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে আগামীকাল শনিবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে সংগঠনটি।

শনিবার সকাল ১১ টায় পরিষদের কেন্দ্রীয় কার্যলয়,পুরানা পল্টন কালভার্ট রোড, জামান টাওয়ার লিফট- ১৩ এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে আজ লাগামহীন দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে পরিষদের পূর্ব ঘোষিত কর্মসূচিতে পুলিশী হামলায়, ৫০ জন আহত এবং ১০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই হামলা ও গ্রেফতারের নিন্দা জানিয়েছে গণঅধিকার পরিষদ।

গণঅধিকার পরিষদের সদস্য সচিব ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, আমাদের কর্মসূচি ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে, কিন্তু পুলিশ ও সরকারের পেটোয়া বাহিনী, শ্রমিকলীগ,যুবলীগ,ছাত্রলীগ জুমার নামাজের পরপরই শহীদ মিনার প্রাঙ্গনে আমাদের নেতাকর্মীদের মারধর এবং শহীদ মিনারে আশেপাশে অস্ত্রশস্ত্র নিয়ে জায়গা দখলে নেয়।

RELATED ARTICLES

Most Popular