Thursday, January 23, 2025
Homeরাজনীতিফুলবাড়িতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি প্রতিবাদে বিএনপি'র বিক্ষোভ সমাবেশ

ফুলবাড়িতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

নবদূত রিপোর্টঃ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ফুলবাড়ী উপজেলা বিএনপি।

শনিবার সকাল ১১ টায় ফুলবাড়ী উপজেলার আদম মার্কেটের সামনে এ কর্মসূচী পালন করা হয়েছে।
ফুলবাড়ি উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকারের সভাপতিত্বে ও শিমুলবাড়ি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুকু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকল। এ ছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশা, কাশিপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মজিবর রহমান মজি, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল খালেক, সদস্য সচিব অপূর্ব লালসেন, ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অংঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তব্য বক্তারা বলেন, সকল প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যে বাড়ছে। অথচ সরকার কোনোভাবেই তা নিয়ন্ত্রণ করতে পারছে না। মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে। বিএনপির নেতৃত্বে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এ সরকারের সকল অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে বলে হুশিয়ারি দেন তারা।

RELATED ARTICLES

Most Popular