নবদূত রিপোর্ট:
দ্রব্যমূল্যের ভয়াবহ ঊর্ধ্বগতির জন্য সরকারের ভুল নীতি ও চরম দায়িত্বহীনতাকে দায়ী করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। তারা বলেন, সরকারের ভুল নীতি, ব্যর্থতা ও চরম দায়িত্বহীনতার কারণে মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। এ পরিস্থিতি চলতে দিলে দেশ দুর্ভিক্ষ অবস্থায় নিপতিত হবে।
মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় নেতারা এসব কথা বলেন।
বাজার নিয়ন্ত্রণে সরকারের নজিরবিহীন ব্যর্থতায় জনগণের দুর্ভোগ ও দুর্গতি অতীতের রেকর্ড ছাড়িয়েছে উল্লেখ করে বাম জোটের নেতারা বলেন, বিশ্ববাজার আর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কথা বলে সরকারের দায়িত্বহীনতাকে এড়িয়ে যাওয়া যাবে না।
দ্রব্যমূল্যের অস্বাভাবিক পরিস্থিতিতে মানুষের খাদ্যগ্রহণ কমেছে মন্তব্য করে বাম জোটের নেতারা আরও বলেন, এ অবস্থা চলতে দিলে দেশ দুর্ভিক্ষ অবস্থায় নিপতিত হতে পারে।
সভায় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি প্রতিরোধে বাম জোটের ধারাবাহিক কর্মসূচি নিয়ে আলোচনা হয়।