Saturday, September 21, 2024
Homeসারাদেশরমজানে বাজার নিয়ন্ত্রণে না রাখলে কঠোর ব্যবস্থা

রমজানে বাজার নিয়ন্ত্রণে না রাখলে কঠোর ব্যবস্থা

নবদূত রিপোর্টঃ

বাগেরহাটে আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যে স্থীতিশীল রাখতে ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় করেছে জেলা প্রশাসন।

শনিবার (১৯ মার্চ) দুপুরে শহরের চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি মিলনাতায়নে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। বাগেরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি লিয়াকত হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্যেও মধ্যে বক্তব্য দেন, বাজার কর্মকর্তা সুজাত খান, ব্যবসায়ী নেতা সরদার ফখরুল আলম সাহেব, পুলিশ সুপারের প্রতিনিধি মোঃ আলী নওয়াজসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ। সভায় ব্যবসায়ী নেতারা পবিত্র রমজানে বাজার স্থীতিশীল রাখতে জেলা প্রশাসনের সাথে বিভিন্ন বিষয়ে একমত পোষন করেন।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, রমজানকে সামনে রেখে বাজার যেন স্থীতিশীল থাকে সে ব্যপারে ব্যবসায়ী নেতারা কথা দিয়েছে। পাইকারী ও খুচরা বিক্রেতারা ভাউচারের মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয় করবে। এরপরে কোথাও যদি অনিয়ম হয় তবে জেলা প্রশাসন কঠোর আইননানুগ ব্যবস্থা গ্রহন করবে।
বাগেরহাট চেম্বর অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি লিয়াকত হোসেন বলেন, বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা প্রশাসনের কাছে সহযোগীতা চেয়েছি। পবিত্র রমজানে বাজার স্থীতিশীল রাখতে সকল ব্যবসায়ীরা বিভিন্ন বিষয়ে প্রশাসনের সাথে একমত পোষন করেছেন।

RELATED ARTICLES

Most Popular