Friday, December 27, 2024
Homeজাতীয়বঙ্গবীর কাদের সিদ্দিকীকে দেখতে হাসপাতালে গণঅধিকারের প্রতিনিধিদল

বঙ্গবীর কাদের সিদ্দিকীকে দেখতে হাসপাতালে গণঅধিকারের প্রতিনিধিদল

অসুস্থ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে গেছেন গণঅধিকার পরিষদের যুগ্ন-আহবায়ক শাকিল উজ্জামানের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধিদল।

বুধবার(২৩ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছান শাকিল উজ্জামান এর নেতৃত্বে গণঅধিকার পরিষদের তিন সদস্যের এই প্রতিনিধদল। প্রতিনিধদলের অন্যান্য সদস্যরা হলেন,বাংলাদেশ যুব অধিকার পরিষদ নেতা কবির হোসেন এবং মো:আবু বক্কর।

উল্লেখ্য,গত রোববার (২০ মার্চ) পেটে ব্যথা নিয়ে গলব্লাডারের পাথর অপসারণের জন্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।এর আগে, গত বছরের সেপ্টেম্বরে একই হাসপাতালে আলট্রাসনোগ্রাম করার পর গলব্লাডারে পাথর ধরা পড়ে, কিন্তু করোনা শনাক্ত হওয়ায় তখন তার অপারেশন করা সম্ভব হয়নি।

RELATED ARTICLES

Most Popular