Friday, January 3, 2025
Homeজাতীয়তেলের আমদানি নির্ভরতা কমাতে কর্মপরিকল্পনা গ্রহণ: কৃষিমন্ত্রী

তেলের আমদানি নির্ভরতা কমাতে কর্মপরিকল্পনা গ্রহণ: কৃষিমন্ত্রী

নবদূত রিপোর্টঃ

তেলের আমদানি নির্ভরতা কমাতে ৩ বছর মেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

আজ মঙ্গলবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে কর্মপরিকল্পনা বিষয়ক সভায় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি একথা জানান।

তিনি বলেন, পরিকল্পনা অনুযায়ী ধানের উৎপাদন না কমিয়েই আগামী ২০২৪-২৫ অর্থবছরের মধ্যে স্থানীয়ভাবে ১০ লাখ টন তেল উৎপাদন করা হবে, যা চাহিদার শতকরা ৪০ ভাগ। এর ফলে তেল আমদানিতে প্রায় ১০ হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব হবে।

তিনি বলেন, আগামী ৩ থেকে ৪ বছরে কীভাবে তেলের উৎপাদন বাড়ানো যায় এবং কতটা বাড়ানো যায়, আবার ধানের উৎপাদনও ব্যাহত করতে চাই না, এটা কীভাবে হবে সেটা নিয়েই আমরা কাজ করছি। আমরা ৩ বছরের একটি পরিকল্পনা করেছি।

RELATED ARTICLES

Most Popular