সারাদেশঃ
দুদিনের মাথায় কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র থেকে নেমেছে পানি। ফলে আজ সোমবার বিকাল পর্যন্ত সিলেটের বেশিরভাগ স্থানে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হয়েছে।
এর আগে ভয়াবহ বন্যার পানিতে কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র এবং শাহজালাল উপশহর বিদ্যুৎ উপকেন্দ্রে পানি ঢুকে পড়ায় শনিবার ও রোববার মহানগরীসহ সিলেটের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ ব্যাহত হয়।
সোমবার বিকেলে কুমারগাঁওয়ে ব্রিফিংয়ে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে সিলেট সেনানিবাসের মেজর খন্দকার মো. মুক্তাদির সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, বিদ্যুৎ বিভাগসহ অন্যান্য সব সরকারি দফতর ও সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন।
আজ সোমবার বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে সিলেট সিটি করপোরেশন।