Thursday, December 26, 2024
Homeশিক্ষাঙ্গনবিদ্যুৎ সাশ্রয়ে এক ঘন্টা কমল ঢাবির অফিস সময়

বিদ্যুৎ সাশ্রয়ে এক ঘন্টা কমল ঢাবির অফিস সময়

বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ে অফিস সময় এক ঘণ্টা কমানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালিয় (ঢাবি) প্রশাসন। এখন থেকে এক ঘন্টা কমে সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত খোলা থাকবে।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল অফিস আগামীকাল ২৪ আগস্ট ২০২২ বুধবার হতে সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত খোলা থাকবে । নামাজ ও দুপুরের খাবারের জন্য দুপুর ১ টা থেকে ১.৩০ পর্যন্ত বিরতি থাকবে। পূর্বের ন্যায় শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে।

এতে আরো বলা হয়, বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট , স্বাস্থ্যসেবা, পরিস্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি জরুরি পরিষেবাসমূহ নতুন অফিস সময়সূচির আওতা বহির্ভূত থাকবে।

RELATED ARTICLES

Most Popular