Wednesday, December 25, 2024
Homeশিক্ষাযশোরের অভয়নগরে শিক্ষা সেমিনার অনুষ্ঠিত

যশোরের অভয়নগরে শিক্ষা সেমিনার অনুষ্ঠিত

বিলাল মাহিনী, যশোর :

“পাঠ্য বইয়ের বাইরে পড়ার অভ্যাস কমে যাচ্ছে” শীর্ষক একটি শিক্ষা সেমিনার
যশোরের অভয়নগরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে ২৬ শে আগষ্ট শুক্রবার সকালে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারের আলোচ্য বিষয় ছিল ” পাঠ্য বইয়ের বাইরে পড়ার অভ্যাস কমে যাচ্ছে”।
জবেদা ইনস্টিটিউটের পরিচালক আহমেদ মাসুম কর্তৃক আয়োজিত সেমিনারটি সিংগাড়ী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং মেহেজাবিন মিম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান আলোচক ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আহসান হাবিব।

অন্যান্যের মধ্যে আলোচনা রাখেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল ওয়াহিদ দীপ্র, সহকারী অধ্যাপক তাজিম আহমেদ।

আরো উপস্থিত ছিলেন প্রভাষক বিলাল হোসেন মাহিনী, মুহাদ্দিস মাও. রুহোল আমিন, আতাউর রহমান প্রমুখ।

সেমিনারে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বিলাল মাহিনী
যশোর

RELATED ARTICLES

Most Popular