Saturday, September 21, 2024
Homeশিক্ষাঙ্গনরেজিস্ট্রার বিল্ডিংয়ে হয়রানির প্রতিবাদে আমরণ অনশনের ঘোষণা ঢাবি শিক্ষার্থীর

রেজিস্ট্রার বিল্ডিংয়ে হয়রানির প্রতিবাদে আমরণ অনশনের ঘোষণা ঢাবি শিক্ষার্থীর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসনিক জটিলতায় সৃষ্ট নানা রকম হয়রানি বন্ধ ও ৮ দফা দাবিতে এবার আমরণ অনশনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হাসনাত আব্দুল্লাহ।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সাথে স্বাক্ষাৎ করে দাবি পূরণের কোনো আশ্বাস না পেয়ে তিনি এ ঘোষণা দেন।

হাসনাত বলেন, গতকালের গণস্বাক্ষরের প্রাপ্ত কাগজ, পূর্বে পরিচালিত জরিপ এবং সবার অভিযোগ নিয়ে আজ সকাল ১১.৪৫ এ ভিসি স্যারের সাথে দেখা করতে যাই।  স্যার আমাদের যৌক্তিক আট দফা দাবি বাস্তবায়নে দৃশ্যমান প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনে কোন কথাই বলেন নি। ভিসি স্যার আমার সাথে অসহযোগিতা মূলক আচরণ করেছেন। আমি স্যারের কাছে জানতে চেয়েছিলাম, স্যার আমি বাইরে দাড়িয়ে থাকা সাংবাদিক ও শিক্ষার্থীদের কি বলবো? উনি বলেছেন আমি  না-কি মাত্রা ছাড়িয়ে যাচ্ছি। এবং আমরা যা ইচ্ছে তা করতে।

তিনি বলেন, ভিসি স্যারের অসহযোগিতামূলক আচরনের প্রতিবাদে ও আট দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমি অনশন কর্মসূচি ঘোষণা করছি। সকল শিক্ষক,শিক্ষার্থী ও সাংবাদিক বন্ধুদের সহযোগিতা কাম্য।

RELATED ARTICLES

Most Popular