Wednesday, December 25, 2024
Homeশিক্ষাঙ্গনঢাবির হলে ঘুমের মধ্যে শিক্ষার্থীর মৃত্যু

ঢাবির হলে ঘুমের মধ্যে শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে ঘুমের মধ্যে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার রাতে হলের নিজ কক্ষে ঘুমের মধ্যে মারা যান তিনি।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সহপাঠীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন হল প্রভোস্ট অধ্যাপক ড. নিহির লাল সাহা।

নিহত শিক্ষার্থীর নাম অমিত সরকার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনিস্টিউটের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী।

অধ্যাপক মিহির লাল সাহা বলেন, রাতে সে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিল। সকাল বেলা তার বন্ধুরা তাকে ঘুম থেকে উঠার জন্য ডাকলে কোনো সাড়া দেয় না। অনেক চেষ্টা করেও তাকে তুলতে না পেরে দ্রুত হাসপাতালে নিয়ে আসে এবং আমাকে জানায়। আমরাও দ্রুত সময় এখানে চলে আসি। ডাক্তার সব কিছু পরিক্ষা জানায় সে ঘুমের মধ্যেই মারা গেছে। আমরা তার পরিবারকে অবহিত করেছি। এর বেশি কিছু আপাতত আর বলা যাচ্ছে না। আমরা জগন্নাথ হল পরিবার খুবই শোকাহত।

RELATED ARTICLES

Most Popular