Saturday, September 21, 2024
Homeসারাদেশযশোর-ইন্ডিয়া সীমান্ত থেকে ১০৬টি সোনার বারসহ আটক পাচারকারী

যশোর-ইন্ডিয়া সীমান্ত থেকে ১০৬টি সোনার বারসহ আটক পাচারকারী

স্টাফ রিপোর্টার, যশোর :

যশোরে পাচারকারীদের কাছে শীর্ষ রুট হিসেবে পছন্দ যশোরের পুটখালি সীমান্তের পর এবার ঝিকরগাছা সীমান্ত থেকে ১০ কোটি টাকাসম মূল্যের ১২.৫০০ কেজি ওজনের ১০৬ টি স্বর্ণের বার সহ পাচারকারী মোঃ সাজু আহম্মেদকে আটক করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, ১৮ অক্টোবর, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকীর নির্দেশনা ও সরাসরি তত্ত্বাবধানে হাবিলদার মোঃ নুর আলম মিয়ার নেতৃত্বে ঝিকরগাছা উপজেলার কাশিপুরস্থ ব্যাঙদা সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ব্যাঙদা বাঁশতলার মোড় নামক স্থানে পাকা রাস্তার উপরে একজন সন্দেহভাজন বাই-সাইকেল আরোহী মোঃ সাজু আহম্মেদ (২০), পিতাঃ মৃত আব্দুস সালাম, গ্রাম-বড় কাবিলপুর, ডাকঘর-মুক্তারপুর, থানা-চৌগাছা, জেলা-যশোরকে আটক করে তল্লাশী করে তার শরীরে বিশেষ কায়দায় ফিটিং অবস্থায় ১২.৫০০ কেজি ওজনের ১০৬টি স্বর্ণের বার জব্দ করে।

জব্দকৃত স্বর্ণের বর্তমান আনুমানিক বাজারমূল্য (দশ কোটি) টাকা হবে বলে জানিয়েছে বিজিবি। এসময় তার সাথে থাকা একটি মোবাইলও জব্দ করে।

বিজিবি, আটককৃত স্বর্ণ পাচারকারীকে জব্দকৃত স্বর্ণসহ ঝিকরগাছা থানায় হস্তান্তর করেছে।

RELATED ARTICLES

Most Popular