Tuesday, December 24, 2024
Homeসারাদেশযশোরে পল্লী চিকিৎসকদের মাঝে সনদ বিতরণ

যশোরে পল্লী চিকিৎসকদের মাঝে সনদ বিতরণ


বিলাল মাহিনী, যশোর :

যশোরের অভয়নগরে প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ) বোর্ডের আয়োজনে সফল ভাবে কোর্স সম্পন্নকারী গ্রাম ডাক্তারদের সনদ বিতরণ অনুষ্ঠান শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

নওয়াপাড়া শহরের মাস্টার মাইন্ড স্কুল এন্ড কলেজের সভাকক্ষে উক্ত সনদ প্রদান অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান একে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নওয়াপাড়া পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বিশ্বাস। বক্তব্য রাখেন সংগঠনের পরিচালক মুজিবুর রহমান, কলেজের অধ্যক্ষ বাবুল হোসেন, ফাউন্ডেশনের নওয়াপাড়া শাখার ব্যবস্থাপনা পরিচালক একেএম কামরুজ্জামান, গোলাম আজম, ইমরান হোসেন প্রমুখ।


বক্তাগণ বলেন, দেশে এমবিবিএস ডাক্তারদের স্বল্পতা থাকায় পল্লী চিকিৎসক কোর্সটি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে চিকিৎসকগণ মানবতার মহান সেবায় নিজেকে সোপর্দ করবে এটাই কামনা।

RELATED ARTICLES

Most Popular