Monday, December 23, 2024
Homeসারাদেশহামলা করেও এই অবৈধ সরকারের শেষ রক্ষা হবে না : গণঅধিকার

হামলা করেও এই অবৈধ সরকারের শেষ রক্ষা হবে না : গণঅধিকার

গণঅধিকার পরিষদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত গাজীপুরে র‌্যালীতে পুলিশের হামলা করে, এসময় ২০ জন আহত হয়। টাঙ্গাইলে র‍্যালীতে পুলিশ বাধাঁ দেয়।


এছাড়াও ঢাকা জেলা গণঅধিকার পরিষদের কার্যালয় অফিস থেকে সকল চেয়ার-টেবিল ব্যানার ভেঙ্গে ফেলে আওয়ামীলীগের নেতারা।

হামলার প্রতিবাদে গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্যসচিব নুরুলহক নুর এক যৌথ বিবৃতিতে বলেন, হামলা করেও এই অবৈধ সরকারের শেষ রক্ষা হবে না।বিনা ভোটের সরকার ক্ষমতা রক্ষায় মরিয়া হয়ে ভিন্ন মতের মানুষের উপর হামলা করছে।
এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মিটিং মিছিল যেকোন মানুষের সাংবিধানিক অধিকার কিন্ত এই বিনা ভোটের কর্তৃত্ববাদী সরকার তার অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতে ভিন্নমত ও বিরোধীদের উপর সরকারি দলের গুন্ডাদের লেলিয়ে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছে ‘।

অনতিবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুলহক নুর আহ্বান জানিয়েছেন। একই সাথে অধিকার আদায়ে জনগণকে রাজপথে নামার পাশাপাশি নেতৃবৃন্দ সন্ত্রাসীদের সামাজিকভাবেও বয়কটের আহ্বান জানান।

RELATED ARTICLES

Most Popular