Monday, December 23, 2024
Homeদূর পরবাসবাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের দক্ষিণ কোরিয়ার কমিটি ঘোষণা

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের দক্ষিণ কোরিয়ার কমিটি ঘোষণা

দক্ষিণ কোরিয়া প্রবাসী অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

উক্ত কমিটিতে দক্ষিণ কোরিয়া প্রবাসী মো. আবু সায়েমকে সভাপতি, আসাদুজ্জামান সজীবকে সাধারণ সম্পাদক ও ফয়সাল আহমেদকে সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়ে।

এর আগে ১ মার্চ দক্ষিণ কোরিয়ার নতুন কমিটি গঠন বিষয়ক উপকমিটির পক্ষ থেকে নতুন সভাপতি, সাধারণ সম্পক ও সাংগঠনিক সম্পাদক নির্ধারণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি
এনায়েত হোসেনের সভাপতিত্বে সভায় অন‍্যান‍্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক তারেকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ আহমেদ, তথ‍্য ও প্রযুক্তি বিষয় সম্পাদক ইঞ্জিনিয়ার মনির হোসেন।

৪৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নেতৃবৃন্দকে সততা, ন‍্যায়-নীতি, আদর্শ বজায় রেখে প্রবাসীদের বিভিন্ন সেবামূলক কার্যক্রম সম্পাদন এবং বাংলাদেশে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে অবদান রাখার অঙ্গীকার করেছেন।

RELATED ARTICLES

Most Popular