Wednesday, January 22, 2025
Homeদূর পরবাসইতালির পাদোভা প্রভিন্সে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা...

ইতালির পাদোভা প্রভিন্সে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

ইতালির পাদোভা প্রভিন্সের অন্তর্গত কাদোনিগে কমিউনেতে ‘সবুজ বাংলা এসোসিয়েশন, পাদোভা’ এর উদ্দ্যোগে বাংলাদেশের ইতালি এম্বাসিডর এইচ ই মোঃ শামিম আহসান এবং কাদোনিগে কমিউনির সিন্দাকো (মেয়র) মারকো স্কিয়েছারো এর মধ্যে এক সৌজন্য স্বাক্ষাত অনুষ্ঠিত হয়।

একান্ত স্বাক্ষাতে সিন্দাকো মারকো স্কিয়েছারো বাংলাদেশি কমিনিটির পাশে থাকার কিছু চিত্র তুলে ধরতে গিয়ে বলেন” আমরা সকল দেশের নিজ নিজ সংস্কৃতিকে সম্যান করি, আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে বাংলাদেশিদের শহীদ মিনার বানাতে একটি পার্ক বরাদ্দ করে দিয়েছি এবং কিছু দিন আগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশিদের সাথে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছি।” এবং তিনি আরো বলেন “আপনারা জেনে খুশি হবেন, আমরা আমাদের কমিউনির মুসলিমদের জন্য কবরস্থান বরাদ্দ করতে যাচ্ছি।”

এম্বাসিডর এইচ ই মোঃ শামিম আহসান সিন্দাকো মারকো স্কিয়েছারোকে ইতালিতে বাংলাদেশ প্রবাসীদের অবস্থান ও বিভিন্ন দিক তুলে ধরেন এবং বাংলাদেশিদের পাশে থাকায় তাকে ধন্যবাদ সহ সুযোগ হলে বাংলাদেশ ভ্রমনের আমন্ত্রন জানান। পরিশেষে সিন্দাকো মারকো স্কিয়েছারোকে ‘কান্টানগর ট্যাম্পেল’ চিত্র, চা ও বিশেষ মগ উপহার প্রদান করে সৌজন্য স্বাক্ষাত সমাপ্ত করে।

উক্ত সৌজন্য স্বাক্ষাতে আরো উপস্থিত ছিলেন কাদোনিগে শহীদ মিনার এর আরকিটেক্ট ইভান লোবস্ত্রাইবিযের, ইতালির মিলানোর কন্সুল জেনারেল এম জে এইচ জাবেদ, ‘সবুজ বাংলা এসোসিয়েশন, পাদোভা’ এর উপদেষ্টা আবুল কাশেম মোহাম্মাদ সেলিম ও বদরুজ্জামান বদর, সভাপতি সাইদুর রহমান(ফখরুল), সাধারণ সম্পাদক কামুরুল মজুমদার ও পাদোভার অন্যান্য নেতৃবৃন্দ।

সৌজন্য স্বাক্ষাত শেষে ‘সবুজ বাংলা এসোসিয়েশন, পাদোভা’ কাদোনিগে কমিউনির সিন্দাকো মারকো স্কিয়েছারো, ইতালি বাংলাদেশের রাষ্ট্রদূত এইচ ই মোঃ শামিম আহসান ও ইতালি মিলানোর কন্সুল জেনারেল এম জে এইচ জাবেদকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন এবং কাদোনিগে শহীদ মিনার পরিদর্শন করান।

RELATED ARTICLES

Most Popular