Friday, November 22, 2024
Homeসারাদেশদেশ সেরা খুলনার শিক্ষক কন্যা ফারজাহান রোদসী

দেশ সেরা খুলনার শিক্ষক কন্যা ফারজাহান রোদসী

দেশ সেরা খুলনার শিক্ষক কন্যা ফারজাহান রোদসী : শিক্ষামন্ত্রী’র নিকট থেকে পুরস্কার গ্রহণ

মোঃ মিজানুর রহমান স্টাফ রিপোর্টার

জাতীয় শিক্ষা সপ্তাহ – ২০২৩ এ জাতীয় পর্যায়ে নির্ধারিত বক্তৃতায় ‘ঘ’ বিভাগে দেশ সেরা হয়ে গোল্ড মেডেল পেয়েছে খুলনার খানজাহান আলী থানার শিরোমণি আলিম মাদরাসার বিজ্ঞান শিক্ষক জি,এম, ফারুকুল ইসলাম ও আফরিন আক্তারের একমাত্র মেয়ে ফারজাহান রোদসী। উল্লেখ্য যে তার পিতা জি,এম, ফারুকুল ইসলাম জাতীয় শিক্ষা সপ্তাহ – ২০২৩ খুলনা জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদ্রাসা) নির্বাচিত হয়েছে। প্রতিষ্ঠানটি প্রথমে থানা, পর্যায়ক্রমে জেলা, ও বিভাগীয় পর্যায়ে পর্যায়ে সেরা হয়। জাতীয় পর্যায়ে গত ৫ জুন ঢাকা গভর্নমেন্ট ল্যাবরেটরী হাইস্কুলে নির্ধারিত বক্তৃতায় ‘ঘ’ বিভাগে দেশ সেরা ।

১৯ জুন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এম,পি জাতীয় শিক্ষা সপ্তাহ – ২০২৩ এ জাতীয় পর্যায়ে নির্ধারিত বক্তৃতায় ‘ঘ’ বিভাগে দেশ সেরা হয়ে গোল্ড মেডেল অর্জনকারী, খুলনার খানজাহান আলী থানার শিরোমণি আলিম মাদরাসার বিজ্ঞান শিক্ষক জি,এম, ফারুকুল ইসলাম ও আফরিন আক্তারের একমাত্র মেয়ে ফারজাহান রোদসীকে,আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, ঢাকার অডিটরিয়ামে পুরুষ্কার প্রদান করেন ।জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৩ এ জাতীয় পর্যায়ে নির্ধারিত বক্তৃতায় ১ম স্থান অর্জন করায় গত ইং ২২ জুন খুলনা সরকারি মহিলা কলেজ এর পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন খুলনা সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক,অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর টি,এম,জাকির হোসেন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।ফারজাহান রোদসী শিরোমণি আলিম মাদরাসার একমাত্র ছাত্রী যে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত একদিনও মাদ্রাসায় অনুপস্থিত ছিলো না। মাদ্রাসার ইতিহাসে এই রেকর্ড শুধু তার। এছাড়া ইবতেদায়ী সমাপনী, জেডিসি, দাখিল ও এইচ,এস,সি পরীক্ষায় জি.পি.এ ৫ পেয়েছে। ইতিপর্বে দাখিল পরীক্ষায় খুলনা বিভাগের মধ্যে ৪র্থ স্থান অর্জন করে ট্যালেন্টপুলি বৃত্তি পেয়েছিল।সে বর্তমানে খুলনা সরকারি মহিলা কলেজ এর বাংলা বিভাগের ২য় বর্ষের ছাত্রী।

নবদূত / ২৭-৬-২৩

RELATED ARTICLES

Most Popular