Friday, December 27, 2024
Homeজাতীয়হাসপাতাল থেকে বাসায় ফিরছেন বেগম খালেদা জিয়া

হাসপাতাল থেকে বাসায় ফিরছেন বেগম খালেদা জিয়া

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার ৫৪ দিন পর হাসপাতাল থেকে আজ শনিবার গুলশানের বাসা ‘ফিরোজায়’ ফিরছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান- সন্ধ্যার পর ম্যাডাম (খালেদা জিয়া) বাসায় ফিরবেন। তাঁর শারীরিক অবস্থার বিষয়ে সন্ধ্যায় চিকিৎসকেরা সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।

গত ১৪ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এরপর গত ২৭ এপ্রিল খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। ৬ দিন পর ৩ মে শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে জরুরিভাবে সিসিইউতে স্থানান্তর করা হয়।

RELATED ARTICLES

Most Popular