Saturday, December 14, 2024
Homeসারাদেশধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

ঢাকার ধামরাইয়ে পিকআপ ভ্যান ও কাভার্ডভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। রোববার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢাউটিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের বিস্তারিত নাম পরিচয় এখনো জানা যায়নি। তবে নিহতের মধ্য একজন পিকআপ ভ্যানের চালক ও অপরজন নারী পথচারী বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

সাভার হাইওয়ে থানার পরিদর্শক কেএম মেহেদী জানান, নবীনগরগামী একটি সবজিবাহী পিকআপ ভ্যানকে প্রথমে পেছন থেকে ধাক্কা দেয় একটি কাভার্ডভ্যান। এতে করে সবজিবাহী পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা খায়। এসময় মাঝখানে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান এক নারী পথচারী এবং গুরুতর আহত হন সবজিবাহী পিকআপ ভ্যানের চালক। পরে তাকে দ্রুত ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

RELATED ARTICLES

Most Popular