Saturday, November 23, 2024
Homeমতামতধর্মীয় বিষয়ে ড. আসিফ নজরুলের স্ট্যাটাস: ফেসবুকে ভাইরাল

ধর্মীয় বিষয়ে ড. আসিফ নজরুলের স্ট্যাটাস: ফেসবুকে ভাইরাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল সোমবার তার ফেসবুক একাউন্টে একটি ধর্মীয় বিষয় নিয়ে একটি স্ট্যাটাস শেয়ার করেছেন। স্ট্যাটাসটিতে তিনি নামায-রোজার মতোই সঠিক নিয়মে সামাজিক জীবন-যাপন করার প্রতি গুরত্ব দিয়েছেন। সকলের জন্য তার মতামতটি শিক্ষনীয় বলে মন্তব্য করেছেন অনেকে।

পোস্টটি হুবহু তুলে দেয়া হলো, ‘ নামায অবশ্যই পড়ি। পাচ ওয়াক্তই পড়ি।
এসব প্রশ্ন আমাকে বিচলিত করেনা। তবে অবাক লাগে এটা ভেবে যে কোনদিন কেউ জানতে চায়নি, আমার উপার্জন হালাল কিনা, সত্য কথা বলি কিনা, মানুষের উপকার করি কিনা, পিতা-মাতার প্রতি দায়িত্ব পালন করি কিনা, চাকরীর জায়গায় দায়িত্বশীল থাকি কিনা?
আমার কাছে মনে হয় নামায-রোজা অনেক সহজ এসবের তুলনায়। নামায রোজা করে আমি যদি বেটার মানুষই না হই বরং তা আমার ধর্মের প্রতি অনেক বেশী অপমানজনক ও অবমাননাকর।
আমার চারপাশে কিছু মানুষকে দেখি তাদের ভাবনা ভিন্ন। তাদের ধারণা নামাজ, রোজা করলেই আর যাকাত দিলেই আল্লাহ্ সব অসততা, দায়িত্বহীনতা, মিথ্যোচার ক্ষমা করে দিবেন।
কি ভুল ভাবনা।’

RELATED ARTICLES

Most Popular