Monday, November 11, 2024
HomeUncategorizedঈদে গার্মেন্টসকর্মীদের ছুটি শুরু ১৮ জুলাই

ঈদে গার্মেন্টসকর্মীদের ছুটি শুরু ১৮ জুলাই

নবদূত রিপোর্ট:

মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা পালিত হবে আগামী ২১ জুলাই। করোনার এ সময়ে ঈদে শ্রমিকরা যাতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে বাড়ি যেতে পারেন, সেজন্য ১৮ জুলাই থেকে ছুটি ঘোষণা করছেন পোশাক কারখানার মালিকরা।

পোশাক মালিকদের সংগঠন বিজিএমই সূত্রে এ তথ্য জানা যায়। সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি এস এম মান্নান কচি গণমাধ্যমকে বলেন, দেশে করোনার অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে। এ অবস্থায় পোশাক শ্রমিকের সুরক্ষার কথা চিন্তা করে সরকারঘোষিত ছুটির সঙ্গে বাড়তি ছুটি দিচ্ছে কারখানাগুলো। তারপরও আমরা চাই শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে চলুক।

নিটওয়্যার কারখানা মালিকদের সংগঠন বিকেএমইএর পরিচালক ফজলে শামীম এহসান  গণমাধ্যমকে বলেন, আমরা ১৮ জুলাই থেকেই কারখানা শ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি দিয়ে দিচ্ছি, যাতে তারা দল বেধে বাড়ি না যায়।

RELATED ARTICLES

Most Popular